এয়ার ফোর্সের দুর্দান্ত কীর্তি! এয়ারলিফ্টে লিভার এনে বাঁচানো হল প্রবীণ সেনার প্রাণ
ব্যুরো নিউজ, ২৬ ফেব্রুয়ারি: এয়ার ফোর্সের দুর্দান্ত কীর্তি! এয়ারলিফ্টে পুনে থেকে দিল্লি আনা হল লিভার, আর তা দিয়েই বাঁচানো হল প্রবীণ সেনার প্রাণ। খালিস্তানি-বিতর্কে শুভেন্দুর বিরুদ্ধে আদালতে রাজ্য মিশনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবার সংক্ষিপ্ত নোটিশে পরিচালিত হয় এই মিশন। একজন সেনা অভিজ্ঞের জীবন বাঁচাতেই এই মিশন। স্বল্প নোটিশে ডর্নিয়ার বিমানকে মোতায়েন করেছিল ভারতীয় বিমান বাহিনী। An IAF Dornier aircraft was activated