sandeshkhali-trinamool-leader-shankars-house-vandalized

ব্যুরো নিউজ, ২৬ ফেব্রুয়ারি: আজও অশান্ত বেড়মজুর। পথে মহিলারা। শাসক দলের একের পর এক প্রভাবশালী নেতা-মাথাদের ওপর কার্যত হামলা চালিয়েছে উত্তপ্ত সন্দেশখালি-সহ তার আশে পাশের স্থানীয় মানুষ-জন। সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহাজাহানের দুই সাগরেদ উত্তম ও শিবুর বাড়িতে হামলা ভাঙচুর চালিয়ে রীতিমতো প্রশাশঙ্কে বাধ্য করেছে ওই দুইকে গ্রেফতার করতে। তাদের বিরুদ্ধে গনধর্ষণের মামলাও রজু করেছে তারা।

Advertisement of Hill 2 Ocean

রক্ষকই ভক্ষক! কনস্টেবলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের বিরুদ্ধেও গর্জে ওঠে গোটা সদেশখালি। উত্তপ্ত হয়ে ওঠে সেখানকার পরিস্থিতি। গত ২ দিন ধরে অঞ্চল সভাপতি অজিত মাইতিকে নিয়েও জ্বলতে থাকে আগুন। জন রোষের মুখে পড়ে পালানোর পথ খুঁজে না পেয়ে স্থানীয়ের বারিতেই ঢুকে পরেন তিনি। চাপে পড়ে দুর্নীতির কথা স্বীকার করতে বাধ্য হন তিনি। এমনকি দল ছেড়ে দেওয়ারও কথা জানান তিনি।

sandeshkhali-trinamool-leader-shankars-house-vandalized

গোটা সন্দেশখালি কোনওভাবেই তৃণমূলের নেতাদের সঙ্গে ‘সমঝোতা’ রাজি নয়। এই ঘটনার প্রমান আজও ফের মিলল। জব কার্ডে দুর্নীতির অভিযোগ তুলে পথে নামে মহিলা- পুরুষ-সহ সকলে। প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পথে নেমে ফের অশান্ত হয়ে ওঠে বেড়মজুর।

নতুন অঞ্চল সভাপতি হলধর আড়ির বিরুদ্ধেও গর্জে ওঠে তারা। রাতের অন্ধকারে আগুন লাগানো হয় হলধরের খড়ের গাদায়। এমনকি প্রাক্তন পঞ্চায়েত প্রধান তপন সর্দারের বাড়ির সামনেও বিক্ষোভ দেখায় মহিলারা।

শেখ সিরাজ‌উদ্দিন, অজিত মাইতির পর এবার তৃণমূল নেতা শঙ্কর সর্দারের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় ‘মহিলা বাহিনী’। বেড়মজুরের পোলপাড়ায়   বিঘা বিঘা জমি হাতিয়ে নিয়েছে শঙ্কর, সিরাজ, অজিতরা।  এর পাশাপাশি শঙ্করের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ‌ তুলছেন স্থানীয়রা। ঘটনায় ভাঙচুর চালানো হয় শঙ্কর সর্দারের বাড়ি। ঘরের সব জিনিস-পত্র ভেঙে, রান্না করা খাবার ফেলে ভাঙচুর চালায় তারা। পুলিশের নিষেধে উল্টে আরও গর্জে ওঠেন মহিলারা, তাদের প্রশ্ন, তাদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের সময় এই প্রশাসন কি করছিল?

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর