storms forecast

ব্যুরো নিউজ, ৫ মে : তীব্র দাবদাহে পুড়ছে বাংলা। রেকর্ড ভেঙেছে তাপমাত্রার পারদ। চড়চড়িয়ে বেড়েছে তাপমাত্রা। একটু ঝড়-বৃষ্টির আশায় দিন গুনছে বঙ্গবাসী। যদিও গত দুদিন তাপমাত্রা কিছুটা কমেছে। তবুও ঝড়-বৃষ্টির দেখা নেই। তবে এবার আশারবাণী শুনিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার সন্ধ্যায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পশ্চিমের ছয় জেলায় এখনই গরম থেকে স্বস্তি নেই।

সোশ্যাল মিডিয়ায় বুদ্ধ বাবুর কৃত্রিম বুদ্ধিমত্তা! এআই-এর মাধ্যমে কী বার্তা বামেদের?

ব্রাজিলে বন্যা-ভূমিধস, মৃত্যু কমপক্ষে ৫৬ জনের

তীব্র গরমের মাঝেই আশারবাণী হাওয়া অফিসের

আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, রবিবারই শেষ হচ্ছে তাপপ্রবাহের স্পেল। বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে কমতে পারে ৪ ডিগ্রি তাপমাত্রা। সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। সোমবার থেকে সপ্তাহভর বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর