sandeshkhali

ব্যুরো নিউজ, ১৬ মে : ফের উত্তপ্ত সন্দেশখালি। সন্দেশখালিতে প্রতিবাদী মহিলার উপর হামলার অভিযোগ। সিভিক ভলান্টিয়ারের স্ত্রীর উপর হামলার অভিযোগে পাশাপাশি অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে ওই মহিলার মুখ চেপে ধরে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। প্রতিবাদী ওই মহিলা সন্দেশখালি থানাই এই মর্মে অভিযোগ দায়ের করেছেন।

৩ লক্ষের জমি স্ত্রীকে পাইয়ে দিয়েছেন জলের দামে! প্রাক্তন চেয়ারম্যান দেবাশীসের বিরুদ্ধে মামলায় প্রধান বিচারপতির কড়া নির্দেশ

সিভিক ভলান্টিয়ারের স্ত্রীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা

উল্লেখ্য বুধবার বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়াল সন্দেশখালিতে যান। পুলিশি অত্যাচারের প্রতিবাদে সেখানকার মহিলারা রাত জাগছেন। এই ঘটনার জন্যই প্রিয়াঙকা টিবরেওয়াল সেখানে যান। তার কাছে ওই মহিলা অভিযোগ জানানোর পরেই রাতে ওই মহিলার উপর হামলা হয় বলে অভিযোগ। এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালিতে। নির্যাতনের অভিযোগ তুলে নিতে লাগাতার চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ সামনে এসেছে এই ঘটনায়। অভিযোগকারি ওই মহিলার দাবি, কুকুরের ডাক শুনে বুধবার রাতে বাড়ির বাইরে বেরোতেই তাঁর উপর হামলা চালায় তিন দুষ্কৃতী। মুখে কাপড় ঢুকিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। টেনে নিয়ে গিয়ে মারধর করা হয় তাঁকে। এর পর ধর্ষণের চেষ্টা হয় বলে দাবি করেছেন তিনি। তৃণমূল নেতা দিলীপ মল্লিককে ফোন করে তাঁকে কোথায় নিয়ে যাওয়া হবে বলে জানতেও চায় দুষ্কৃতীরা, দাবি অভিযোগকারিণীর।

BJP Helpline

এই বিষয়ে মুখ খুলেছেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি নেত্রী প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলেন, ওখানকার মহিলাদের রাত জাগার কারণ আছে। আমরা বাইরে থেকে বুঝতে পারছি না। মহিলা এবং পুরুষ কেউ সুরক্ষিত নন। পুরুষদের পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে। মহিলাদের তুলে নিয়ে যাওয়ার ভয় দেখাচ্ছে। যারা আন্দোলনজীবী, তাঁরা কল্পনা করতে পারবেন না ওখানে ঠিক কীভাবে আন্দোলন হচ্ছে ? ! ওখানকার মহিলাদের লড়াই সারা দুনিয়াকে পথ দেখিয়েছে। তাঁদের আমি প্রণাম জানাই। সিভিল পুলিশের ওপরেও আক্রমণ। কারণ সব সিভিক পুলিশ তৃণমূল নয়। এরপর মমতা অভিষেক বড় বড় কথা বলবে। আর পয়সা দিয়ে ভিডিও বের করে ছড়াবে। ভোটের ফলাফলে সব উত্তর পেয়ে যাবে।’

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর