ব্যুরো নিউজ, ৬ জুন : নির্বাচনের ফল প্রকাশের পর থেকে একের পর এক জায়গা থেকে উঠে আসতে অশান্তির খবর। এবার পানিহাটি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড অঞ্চলে কটন মিল সংলগ্ন একটি পুকুর থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ। বৃহস্পতিবার সকালে পথ চলতে সাধারণ মানুষ পুকুরে দেহটি ভাসতে দেখেন। খবর দেন খড়দহ থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
কেন্দ্র বদলে পরাজয়! যত দোষ দিলীপ ঘোষ…! নিজের হার নিয়ে অকপট দিলীপ
খুন, আত্মহত্যা নাকি হিংসার বলি? তদন্তে পুলিশ
পুলিশ সূত্রে খবর, দেহটি সম্ভবত তিন দিন আগের। স্থানীয়দের দাবি কটন মিল সংলগ্ন ওই পুকুরে খুব কম লোকজন স্নানের জন্য নামেন। গত দু-তিনদিনের মধ্যে ওই পুকুরে কাউকে স্নান করতে নামতে দেখেননি বলে জানান স্থানীয়রা। আর এর পরই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এটি খুন না আত্মহত্যা? প্রশ্ন উঠছে ভোট পরবর্তী হিংসার বলি হতে হল কি ওই যুবককে? যদিও গোটা বিষয়টি এখন তদন্ত সাপেক্ষ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য নির্বাচনের পর থেকে এমনকি ফলাফল প্রকাশের পরেও একাধিক জায়গা থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে। কখনো কলকাতা, কখনো যাদবপুর, কখনো ক্যানিং, কখনো ব্যারাকপুর, কখনো আবার মধ্যমগ্রাম। কখনো বিজেপি কর্মীদের ওপর হামলা, কখনো আবার বিজেপি দলীয় কার্যালয় ভাঙচুর চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। শহর থেকে জেলা একাধিক জায়গায় হামলা অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর সেই কারণেই পানিহাটি পুকুরে অজ্ঞাত পরিচয়ের যুবকের দেহ উদ্ধারে প্রশ্ন উঠছে ওই যুবকেও কি হিংসার বলি হতে হল?