ব্যুরো নিউজ, ২৬ মার্চ: এশিয়ায় বিলিওনিয়ার অর্থাৎ কোটিপতিদের রাজধানীর শিরোপা ছিল চিনের বেজিং-এর হাতেই। কিন্তু, এবার সেই তকমা ছিনিয়ে নিল ভারত।
রাজপ্রাসাদের মত বাড়ি, দামী ব্র্যান্ডেড গাড়ি! কত কোটির মালিক বলিউড কুইন কঙ্গনা?
মুম্বই বিশ্বের তৃতীয় ও এশিয়ায় বিলিওনিয়ার শহরের রাজধানী। বেজিংকে টপকে সেই জায়গায় আজ ভারতের বাণিজ্যনগরী মুম্বই। সম্প্রতি হুরান গ্লোবাল রিচ লিস্ট ২০২৪-এর রিপোর্টেই এই বিষয়টি উঠে আসে। রিপোর্ট অনুযায়ী, নিউইয়র্ক (১১৯) ও লন্ডনের (৯৭)-এর পরই বেজিংকে টপকে তৃতীয় স্থানে রয়েছে মুম্বই। হুরানের প্রকাশিত হওয়া রিপোর্ট অনুযায়ী, বর্তমানে চিনের রাজধানী বেজিংয়ে ৯১ জন বিলিওনিয়ার রয়েছেন। ভারতের মুম্বইয়ে বসবাস করছেন ৯২ জন। এই বছরই মুম্বইয়ে ২৬ জন বিলিওনিয়ারদের তালিকায় নিজেদের নাম আনতে পেড়েছে। এ কী কাণ্ড! শতাব্দীর নামে গোবর! এর পাশাপাশি আর্থিকভাবে এগিয়ে থাকা বিশ্বের টপ ১০টি শহরের মধ্যে এই প্রথমবার নয়াদিল্লিও সেই তালিকায় ঢুকে পড়েছে। এদিকে গত বছরের তুলনায় মুম্বইয়ের সম্পদ ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বেজিং-এর সম্পত্তি কমেছে ২৭ শতাংশ। এর পাশাপাশি ৯৪ জন বিলিনিয়ারের উত্থান হয়েছে ভারতে।