Local Train Cancel

ব্যুরো নিউজ, ২৮ জুন: ট্রেন বাতিল মানেই চরম ভোগান্তি! একটা -দুটো ট্রেন বাতিল থাকলেই যেখানে ভিড়ের ঠেলায় মরি মরি অবস্থা হয়, সেখানে একসঙ্গে ২০২টি লোকাল ট্রেন বাতিল। ফলে নিত্যযাত্রীদের যে কি অবস্থা হবে তা কেবল তারাই জানে।

NEET ইস্যুতে উত্তাল সাংসদ! মুলতুবি লোকসভা

রেলের তরফ থেকে একটি বিবৃতিও জারি করা হয়েছে। তাতেই জানানো হয়েছে প্রি-নন ইন্টারলকিং ও নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য দক্ষিণ-পূর্ব রেলওয়ের বহু ট্রেন বাতিল করা হচ্ছে। সঙ্গে বাতিল করা হয়েছে বেশ কিছু দূরপাল্লার ট্রেনও।

দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, খড়গপুর শাখার আন্দুল স্টেশনের সঙ্গে সাঁকরাইল-সাঁতরাগাছি লিঙ্ক লাইনের সংযোগের জন্য আন্দুল স্টেশনে কাজ চলবে। আর সেই কারনেই আগামী ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত মোট ২০২টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। একইসঙ্গে বাতিল করা হয়েছে বেশ কিছু দূরপাল্লার ট্রেনও। এমনকি ঘুরপথেও চলবে কয়েকটি ট্রেন।

সত্তরোর্ধ্বদের জন্য সুখবর দিলেন মোদী! মিলবে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা

লোকাল যে সব ট্রেন বাতিল থাকছে তার তালিকা 

২৯ জুন বাতিল থাকছে- 38801/38806

৩০ জুন বাতিল থাকছে- 38705/38714, 38805/38812, 38803/38810

১ জুলাই বাতিল থাকছে- 38801/38806, 38703/38708, 38705/38714, 08069/08070, 38805/38812, 38403/38418, 38301/38410, 38455

২ জুলাই বাতিল থাকছে- 38703, 38803, 38705, 38402, 38304, 38306, 38412, 38408, 38410, 38406, 38704, 38706, 38302/38321.

৩ জুলাই বাতিল থাকছে- 38302/38321, 38402/38455, 38404/38453, 38702/38705, 38801/38806, 38703/38708,38803/38810, 38705/38714,38321, 38455

৪ জুলাই বাতিল থাকছে- 38302, 38402, 38801/38806, 38803/38810, 38051/38054, 38705/38714, 38805/38812, 08069/08070, 38830,38455

মুইজ্জুর উপর কালা জাদু! গ্রেফতার দুই মন্ত্রী-সহ চার

৫ জুলাই বাতিল থাকছে- 38302/38341, 38404, 38306/38403, 38408/ 38405, 38414/38411, 38403/38418, 38405/38422, 38103/38104, 38412/38409/38426, 38308/38809/38816, 38703, 38303, 38409, 38105, 38417, 38421, 38713, 38715, 38717, 38435, 38443, 38445, 38449, 38313, 38451, 38319, 38909, 38911, 38917, 38031, 38414, 38708, 38712, 38104, 38418, 38106, 38312, 38426, 38434, 38436, 38722, 38724, 38450, 38456, 38914, 38916, 38922, 38032, 38036, 38321

৬ জুলাই বাতিল থাকছে- 38801, 38306, 38703, 38408, 38403, 38308, 38103, 38412, 38303, 38414, 38409, 38708, 38105, 38104, 38417, 38418, 38421, 38106, 38713, 38312, 38717, 38426, 38435, 38434, 38443, 38436, 38445, 38722, 38449, 38724, 38313, 38450, 38451, 38456, 38319, 38914, 38909, 38916, 38911, 38922, 38917, 38032, 38031, 38036, 38033, 38455, 08144, 38309, 38302, 38402, 38404, 38304, 38702, 38406, 38704, 38410, 38802, 38706, 38803, 38705, 38805, 38301, 38807, 38405, 38051. 38810, 38812, 38814, 38104, 38054

BJP Helpline

দূরপাল্লার যে সব ট্রেন বাতিল থাকছে তার তালিকা 

12857/12858 হাওড়া-দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস বাতিল থাকছে ৩০ জুন, ১ জুলাই, ২ জুলাই, ৬ জুলাই।

12021/12022 হাওড়া-বারবিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস বাতিল থাকছে ৩০ জুন, ১ জুলাই, ২ জুলাই ও ৬ জুলাই।

12883/12884 সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস বাতিল থাকছে ৩০ জুন, ২ জুলাই, ৬ জুলাই।

12871/22862 হাওড়া-তিতলাগড়/কান্তবাঞ্জি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস ৬ জুলাই বাতিল থাকছে।

18006 জগদলপুর-হাওড়া সমলেশ্বরী এক্সপ্রেস ৫ জুলাই বাতিল থাকবে।

18005 হাওড়া-জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস ৬ তারিখে বাতিল থাকবে।

18011/18013 হাওড়া-চক্রধরপুর/বোকারো স্টিল সিটি এক্সপ্রেস ৫ ও ৬ জুলাই বাতিল থাকবে৷

18012/18014 চক্রধরপুর/বোকারো স্টিল সিটি-হাওড়া এক্সপ্রেস ৫ ও ৬ জুলাই বাতিল থাকছে।

22803 শালিমার-সম্বলপুর এক্সপ্রেস বাতিল থাকবে ৬ জুলাই।

22804 সম্বলপুর-শালিমার এক্সপ্রেস বাতিল থাকবে ৫ জুলাই ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর