MD Muijju

ব্যুরো নিউজ, ২৮ জুন: মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। এবার তাঁর ওপরেই করা হল কালা জাদু! আর সেই অভিযোগেই গ্রেফতার মলদ্বীপের দুই মন্ত্রী।

হকার উচ্ছেদ ইস্যুতে বড় সিদ্ধান্ত! রাজীব কুমারেই ‘আস্থা’ মুখ্যমন্ত্রীর! তাঁকে দিলেন বিরাট দায়িত্ব

Maldives Deports 43 Indians

প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর মন্ত্রিসভার দুই সদস্যের উপরেই ওঠে অভিযোগ। গ্রেফতার মলদ্বীপের পরিবেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী শামনাজ সেলিম ও তাঁর প্রাক্তন স্বামী অ্যাডাম রমিজ। এছাড়াও আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

ধসে পড়ল দিল্লী বিমানবন্দরের ছাদ! মৃত ১

BJP Helpline

মলদ্বীপের এক সংবাদমাধ্যম দাবি করেছে, এই ঘটনায় রবিবার দুই মন্ত্রী-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের সাত দিনের জন্য জেল হেফাজতে নেওয়া হয়েছে। এরপরেই বুধবার শামনাজকে পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়।

তবে, মলদ্বীপ সরকার বা প্রেসিডেন্টের কার্যালয়ের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। গত ২৩ জুন এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পর থেকে এবিষয়ে কার্যত মুখে ‘কুলুপ’ এঁটেছে প্রশাসন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর