AB-PMJAY fecility

ব্যুরো নিউজ, ২৮ জুন: এবার সত্তরোর্ধ্ব সকল ভারতীয় নাগরিক পাবেন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। গত বৃহস্পতিবার সংসদে বক্তব্য রাখার সময় এমনটাই জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

মুইজ্জুর উপর কালা জাদু! গ্রেফতার দুই মন্ত্রী-সহ চার

BJP Helpline

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবারই বয়স্কদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা প্রকাশ করতে দেখা গিয়েছে, আর এবার তৃতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসতেই সত্তরোর্ধ্ব নাগরিকদের জন্য বিরাট ঘোষণা করল সরকার। গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনেই সত্তরোর্ধ্ব প্রত্যেক ভারতীয় নাগরিককে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবে সরকার।

প্রতি বছর প্রায় ১২ কোটি পরিবার এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান। আর এবার সেই প্রকল্পেই আরও বেশি সুবিধার কথা জানান রাষ্ট্রপতি। এছাড়াও তিনি বলেন, আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা-র অধীনে ৫৫ কোটি মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেয়ে থাকেন। এবার থেকে সেই প্রকল্পেই ৭০ বছরের বেশি বয়সী সকলকে বিনামূল্যে চিকিতসা দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। পাশাপাশি দেশে আরও ২৫ হাজার জনৌষধী কেন্দ্র খোলার কাজ চলছে।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর