launching cng bike

 

এই বাজাজ সিএনজি বাইকটি বিশ্বের প্রথম সিএনজি বাইক হতে চলেছে।

ব্যুরো নিউজ, ২৫ মার্চ, পুস্পিতা বড়াল: বাজাজ অটো, ভারতের একটি শীর্ষস্থানীয় টু হুইলার প্রস্তুতকারক। ভারতীয় বাজারের জন্য একটি CNG চালিত মোটরসাইকেল প্রস্তুতি নিয়ে কাজ করছে এই টু হুইলার কোম্পানি। দিন কয়েক আগেই বাজাজ প্রকাশ করেছিল যে সিএনজি বাইকটি (Bajaj CNG Bike) 2025 সালের মধ্যে ভারতে লঞ্চ করা হবে৷ তবে, বাজাজ অটোর ব্যবস্থাপনা পরিচালক রাজীব বাজাজ এখন নিশ্চিত করেছেন যে, সিএনজি বাইকটি 2024 সালের জুনের মধ্যে বাজারে লঞ্চ করা হবে (Bajaj CNG Bike Launch Date)৷ এই বাজাজ সিএনজি বাইকটি বিশ্বের প্রথম সিএনজি বাইক হবে এবং ব্র্যান্ডের এন্ট্রি লেভেল মোটরসাইকেল হবে।

মার্কেটে আসতে চলেছে বাজেট ফ্রেন্ডলি নতুন Bajaj Chetak ভেরিয়েন্ট! এক্স শোরুম মূল্য কত?

শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে চোখ আটকে যাওয়া Honda Stylo 160 স্কুটার! কবে লঞ্চ হবে ভারতে?

এই বাজাজ সিএনজি বাইকটি বিশ্বের প্রথম সিএনজি বাইক হতে চলেছে।

বাজাজ যেহেতু দেশে প্রথম সিএনজি বাইক লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, তাই বর্তমানে এই মডেলটির পরীক্ষামূলক কাজ চলছে। অফিসিয়াল লঞ্চের আগে, বাজাজ সিএনজি বাইকটিকে পরীক্ষা করেছে। সেই টেস্টে এই মডেলের কিছু কিছু ফিচারস আত্মপ্রকাশ পেয়েছে। যেমন –

Bajaj CNG Bike এর স্পেসিফিকেশনস

Bajaj CNG Bike সমস্ত তথ্য প্রকাশ্যে না এলেও কিছু কিছু ফিচারস সম্পর্কিত তথ্য আমাদের সামনে এসেছে। যেমন- এটিতে একটি দীর্ঘ, সমতল আসন রয়েছে। তবে ফুয়েল ট্যাঙ্কের এরিয়াটি ছোট। তাই বাজাজ কীভাবে বাইকের ডিজাইনে সিএনজি ট্যাঙ্ক ফিট করবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। আসন্ন সিএনজি চালিত বাইকের ইঞ্জিন ক্ষমতা এবং স্থানচ্যুতি সম্পর্কে এখনও পর্যন্ত কোনও তথ্য জানা যায়নি। তবে আন্দাজ করা হচ্ছে, এটি প্রায় 110cc বা 125cc হতে পারে।

ব্যবহারকারীতা

তবে বাজাজ কোম্পানি লক্ষ্য করেছে যে এই সিএনজি চালিত মোটরসাইকেলটি, গ্রামীণ এবং আধা-শহর এলাকার মানুষের জন্য প্রয়োজনীয়। বাজাজ সম্প্রতি চারটি নতুন নাম ট্রেডমার্ক করেছে। যেমন – গ্লাইডার, ম্যারাথন, ট্রেকার এবং ফ্রিডম সহ এমন একাধিক নতুন পণ্যের বিকাশের পরামর্শ দিচ্ছে। তবে আসন্ন সিএনজি চালিত মোটরসাইকেলের নাম এখনো প্রকাশিত হয়নি

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর