Panihati Body Recover

পুস্পিতা বড়াল, ৩০ মার্চ: ফের মৃত্যু মিছিলের পথযাত্রী এক শ্রমিক। শ্রমিকের মৃত্যু ট্রাকের ধাক্কায়। কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছে দেহ পাচারের অভিযোগ। কারখানায় ব্যাপক ভাঙচুর। সঙ্গে চলেছে আধিকারিকদেরও মারধর। কাঁকসার বেসরকারি কারখানায় ছড়িয়েছে উত্তেজনা। স্থানীয়রা কারখানার ভিতর ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এলাকাবাসীর বিক্ষোভ চলছে কারখানার ভেতর মৃতদেহ রেখে ক্ষতিপূরণের দাবিতে। ইতিমধ্যেই কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে।

নন্দীগ্রামে দেবাংশুর পোষ্টার ছেঁড়া নিয়ে বিতর্ক!

Advertisement of Hill 2 Ocean
ইতিমধ্যেই কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে।

মৃত যুবকের নাম সুজয় বিশ্বাস (২৬)। তিনি কাঁকসার গোপালপুরে থাকতেন। সুজয় বিশ্বাস গোপালপুর শিল্পতালুকের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় নাইট শিফটের কাজে যোগ দেন শুক্রবার সন্ধ্যায়। রাতে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন অন্যান্য শ্রমিকদের সঙ্গে কারখানা চত্বরের ভেতর। কারখানার ভেতরেই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সুজয়কে ধাক্কা মারে রাত সাড়ে এগারোটা নাগাদ। এরপর তাঁর ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়রা কারখানার ভেতর ঢুকে যায় খবর পেয়ে। স্থানীয়দের তরফে অভিযোগ উঠেছে, কারখানা কর্তৃপক্ষের পরিকল্পনা ছিল, ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যুর পর মৃতদেহ চার চাকার গাড়িতে করে অন্যত্র গায়েব করার।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর