ব্যুরো নিউজ, ৩০ মার্চ: ফের নন্দীগ্রামে শাসক- বিরোধী তরজা
জোরকদমে চলছে লোকসভা নির্বাচনের প্রচার। মাঠে নেমেছে সব রাজনৈতিক দলগুলিই। কেউ কাউকে এক পা-ও জায়গা ছেড়ে দিতে রাজি নয়। ফলে ২৪ এর নির্বাচন হবে জোরদার। আর সেই মতো রোদে তেঁতে- পুড়ে প্রচার ও চলছে। কিন্তু তার মধ্যেই ফের বিতর্ক নন্দীগ্রামে।
আপের বাড়ছে চাপ! আরও এক আপ নেতাকে ইডির তলব
শুভেন্দু অধিকারীর জায়গা অর্থাৎ নন্দীগ্রাম থেকে তৃণমূলের প্রার্থী হয়ে লোকসভা নির্বাচন লড়ছেন দেবাংশু ভট্টাচার্য। সেই মত এলাকায় প্রচারও চলছে। আর প্রচারের খাতিরেই নন্দীগ্রামের বিরুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবাংশুর নির্বাচনী প্রচারের একটি ফ্লেক্স সাঁটানো হয়। আর সেই ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
বিষয়টি সামনে আসে শনিবার সকালে। এরপরেই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। এই ঘটনায় বিজেপির দিকেই আঙ্গুল তুলেছে তৃণমূল। অভিযোগ, রাতের অন্ধকারে এই কাণ্ডটি ঘটানো হয়েছে।
কিন্তু এই অভিযোগ মানতে নারাজ বিজেপি নেতৃত্ব।নন্দীগ্রাম ৫ মন্ডল সাধারণ সম্পাদক দিলীপকুমার পালের দাবি, শাসক দলের গোষ্ঠীকোন্দলের কারণেই এই ঘটনাটি ঘটেছে। এখানে বিজেপির কোনও যোগ নেই। গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এক গোষ্ঠী পোস্টার লাগাচ্ছে, অন্য গোষ্ঠী গিয়ে পোস্টার ছিঁড়ছে।