Another AAP leader summoned by ED

ব্যুরো নিউজ, ৩০ মার্চ: দিল্লির আবগারি নীতি দুর্নীতিতে গ্রেফতার দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী ১ এপ্রিল পর্যন্ত ইডির হেফাজতেই থাকবেন তিনি। তবে তার মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগের দাবি উঠলেও আদালত তা নাকচ করে দেয়। ফলে এখন ইডি কাস্টডিতে থেকেই সরকার চালাচ্ছেন কেজরিওয়াল।

এই নম্বরেই জেলবন্দি কেজরিওয়ালের কাছে পৌছবে মেসেজ! কি জানালেন কেজরির স্ত্রী?

Advertisement of Hill 2 Ocean

ইডির স্ক্যানারে নয়া মুখ!

এদিকে কেজরিওয়ালের গ্রেফতারির পর ইডির নজরে ফের আরও এক আপ নেতা। মণীশ সিসোদিয়া, সত্যেন্দর জৈন, সঞ্জয় সিং-এর পর এবার ইডির নজর আপ নেতা তথা নজফগড়ের বিধায়ক কৈলাশ গেহলট। জানা গিয়েছে, দিল্লির আবগারি দুর্নীতিতে যে বেআইনি লেনদেন হয়েছে সেই বিষয়েই দিল্লির স্বরাষ্ট্র, পরিবহন ও আইনমন্ত্রী কৈলাশ গেহলটকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। ২০২১-২২ সালে আবগারি নীতি তৈরির প্যানেলের সদস্য ছিলেন কৈলাশ গেহলট। 


বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর