ব্যুরো নিউজ, ১৬ মে : এদিকে রাজ্যে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই চতুর্থ দফায় ভোট সম্পন্ন হয়েছে। আগামী ২৫ মে ষষ্ট দফায় ভোট গ্রহণ পর্ব। সেদিন মেদিনীপুর, কাঁথি, তমলুকে হবে ভোট গ্রহণ। তবে, তার আগে আজ কাথিতে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগেই তৃণমূলে ভাঙন!পাক অধিকৃত কাশ্মীর ভারতের হবে, পিওকে নিয়ে এমনই দাবি অসমের মুখ্যমন্ত্রীর
হেড়িয়াতে উদয় শংকর মাইতি ও দেব কুমার মাইতির হাত ধরে প্রায় ৪০০ জনেরও বেশি তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেছে। এমনই দাবি করেছেন বিজেপি নেতা উদয় শংকর মাইতি। তিনি বলেছে, তার হাত ধরে ৪১৭ জন বিজেপিতে যোগ দিয়েছে। আর তাদের সম্পর্কে তিনি বলেন, এই কর্মী সমর্থকরা আগে বিজেপি করতো। কিন্তু তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাওয়ায়। তখন তার সঙে সঙে এই কর্মী সমর্থকরাও তৃণমূলে যোগ দিয়ে ছিল। আর এখন ফের তার হাত ধরেই এরা আবারও বিজেপিটে যোগ দিয়েছে।
তবে এই ৪০০- এরও বেশি কর্মী বিজেপিতে যোগ দেওয়া নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছারেনি শাসকদল। তাদের অভিযোগ, বিজেপি মিথ্যা দাবি করেছে। ৪০ জন বিজেপিতে যোগ দিয়েছে। আর সেতাকেই বিজেপি ৪০০ জন বলছে এমনটাই দাবি তৃণমূলের।