‘কাঁচালঙ্কা বেটে মুখে মাখছেন, তবুও একদম ফিট’ নদিয়ার শেখর সিকদারের কীর্তিতে চক্ষু চড়কগাছ সবার
ব্যুরো নিউজ, ৩০ এপ্রিল: এ যেনো রূপকথার গল্পকথা। নদিয়ার শেখর বাবুর এই কীর্তিতে চোখ ছানাবড়া হয়েছে আট থেকে আশি সবার। তিনি কখনও মুখে মাখছেন ৫০০ গ্রাম লঙ্কা আবার কখনও খাচ্ছেন ১ কেজি লঙ্কা। যেখানে সাধারন মানুষের অল্প ঝালেই জ্বালা অনুভব হয়, সেখানে তিনি রোজ মুখে মাখছেন ৫০০ গ্রাম লঙ্কা। কী ভাবতে অবাক লাগছে তাই না? অবাক হওয়ার মতোই কথা। সাধারণ