sandeshkhali case update

ব্যুরো নিউজ, ৩০ এপ্রিল: ক্রমশই চাপ বাড়ছে সন্দেশখালির বেতাজ বাদশা শাহজাহান শেখের।এবার শাহজাহানের আত্মীয় ও শাগরেদদের তলব করল ইডি। তাদের জেরা করে শাহজাহানের বেআইনি সম্পত্তির হদিশ মিলতে পারে বলে অনুমান গোয়েন্দাদের। প্রসঙ্গত, এর আগে শেখ শাহজাহানের জামাই সাবির আলি মোল্লাকে তলব করে বয়ান রেকর্ড করেছে ইডি। উল্লেখ্য, এর আগে ইডি আদালতে জানিয়েছিল, ‘শেখ শাহজাহানের সঙ্গে যোগাযোগের অভিযোগে আরও অন্তত দুজন মন্ত্রী তাদের র‍্যাডারে রয়েছেন।’

বাংলায় প্রচারে যোগী আদিত্যনাথ! রাজ্য সরকারকে কড়া বার্তা   

শাহজাহানের বেআইনি সম্পত্তির হদিশে তলব

এ প্রসঙ্গে ইডির আইনজীবী অভিজিৎ চক্রবর্তী বলেন, ‘শেখ শাহজাহানের সঙ্গে দুই-তিনজন মন্ত্রীর যোগাযোগ রয়েছে এবং তার সঙ্গে তাদের লেনদেনের প্রমাণ আমাদের কাছে আছে। এমন প্রমাণ রয়েছে যা দেখায় যে অপরাধের আয় তাদের সঙ্গে যুক্ত।’

সম্প্রতি, শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের নামে লুকআউট সার্কুলার জারি করেছে ইডি। গত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনার পর থেকে নিখোঁজ ছিল সিরাজউদ্দিন। একাধিক বার ইডির তরফে নোটিশ পাঠানো হলেও সিরাজউদ্দিনের তরফ থেকে কোনরকম সাড়া মেলেনি। ঘটনার পর থেকে প্রায় সাড়ে তিন মাস নিখোঁজ সিরাজউদ্দিন। এরপরই কিছুদিন আগে সিরাজউদ্দিনের নামে লুকআউট নোটিশ জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির ধারণা সিরাজউদ্দিন পালিয়ে যেতে পারে। তাই সমস্ত বিমানবন্দরে তার ছবি ও তথ্য পাঠিয়েছে ইডি। অন্যদিকে বর্তমানে জেলবন্দি রয়েছে শেখ শাহজাহান ও তাঁর আর এক ভাই শেখ আলমগির। এখন দেখার ইডির তদন্তে আর কী কী বিস্ফোরক তথ্য উঠে আসে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর