তীরন্দাজির বিশ্বকাপে পুরুষদের রিকার্ভ দল জিতেছে সোনা, কোন দলকে হারিয়ে তাঁদের এই প্রাপ্তি?
ব্যুরো নিউজ, ২৯ এপ্রিল: ভারতীয় তীরন্দাজদের জয়যাত্রা অব্যাহত বিশ্বমঞ্চে। দেশের তীরন্দাজরা রবিবারও সাফল্যের সরণিতে হেঁটেছেন শনিবার চারটি সোনা ঘরে তোলার পরে। পুরুষদের রিকার্ভ দল সোনা জিতেছে সাংহাইয়ে তীরন্দাজির বিশ্বকাপে। অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে এই লড়াইয়ে তাঁরা হারিয়েছেন। প্রত্যেক পূর্ণিমাতে করুন এই কাজগুলি, জীবন ভরে যাবে সুখ-সমৃদ্ধিতে, জেনে নিন ৫ টোটকা এই নিয়ে ভারত মোট পাঁচটি সোনা জিতল বিশ্বকাপে এই মুহূর্তে