কৃষ্ণাকে মেক আপ রুমে আটকে রেখেছিল প্রযোজক! ভয়ে বারবার শিউরে উঠেছেন তিনি, কে এই অভিনেত্রী?
ব্যুরো নিউজ, ২৭ এপ্রিল: কৃষ্ণা মুখোপাধ্যায় হল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। কৃষ্ণা অভিনয় করেছিলেন ইয়ে হ্যায় মহাব্বতে ধারাবাহিকে। পরে কাজ করেছেন শুভ সগুন ডেইলি সোপে। সঙ্গে ছিলেন শেহজাদা ধামি। তবে বঙ্গতনয়া কৃষ্ণা মুখোপাধ্যায় এই ধারাবাহিকে কাজ করার পর প্রচণ্ড আতঙ্কে রয়েছেন। কিন্তু কেন? কী এমন ঘটেছে তার সঙ্গে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। মেক আপ রুমে আটকে রাখা থেকে পাঁচ