
নতুন রূপে ফিরে এসেছে Jawa 350 মোটর বাইক, রয়েছে নজরকাড়া ডিজাইন সহ অনবদ্য সব ফিচারস
ব্যুরো নিউজ, ২২ এপ্রিল: Jawa মোটর বাইক , ভারতে মিড-ক্যাপাসিটি সেগমেন্টে তার অবস্থানকে শক্তিশালী করার লক্ষ্যে, এক্স-শোরুমে 2.14 লক্ষ টাকা প্রারম্ভিক মূল্য সহ আপডেটেড জাওয়া 350 লঞ্চ করেছে। এর অর্থ, রোডস্টারের স্টিকারের দাম 12,000 টাকা বেড়েছে। শীঘ্রই লঞ্চ হতে চলেছে দারুন সাশ্রয়ী মূল্যের Bajaj Chetak ইলেকট্রিক স্কুটার, কত দামের মধ্যে পাবেন? Jawa 350 মোটর বাইকের হার্ডওয়্যার ডিজাইনে কী কী পাবেন?