প্রথমবার স্পাইড টেস্টিংয়ে Bajaj Pulsar N125! লঞ্চ হচ্ছে কবে?
পুস্পিতা বড়াল, ১ এপ্রিল: সম্প্রতি বাজাজ অটোর তরফে পালসার NS125 মডেলের টেস্টিং রাইড সম্পন্ন হয়েছে। আন্দাজ করা হচ্ছে এটি পালসার এন সিরিজেরই অংশ। এতে পাবেন আপনি স্প্লিট সিট, কালো রিয়ারভিউ মিরর, স্লিম স্প্লিট রিয়ার গ্র্যাব রেল এবং টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক। পিছনের দিকে থাকবে একটি মনোশক। এই বছরের নভেম্বর মাসে এটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আসুন জেনে নেওয়া