new semester rule

পুস্পিতা বড়াল, ১ এপ্রিল: সংসদের তরফে জারি হল নয়া নিয়ম। এখন থেকে দু’টি সিমেস্টার মিলিয়ে পাশ নম্বর পেলে হবে না। পাশ করতে হবে প্রতিটি সিমেস্টারেই। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক স্তরে সি
সেমিস্টার পদ্ধতির মূল্যায়নে এই বদল আনার কথা জানিয়েছে। শিক্ষকেরাও।এই বদলকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, দু’টি সেমিস্টার তখনই সমান গুরুত্ব পাবে যখন প্রতিটি সেমিস্টারে পাশ নম্বর থাকবে।

দু’টি সেমিস্টার তখনই সমান গুরুত্ব পাবে যখন প্রতিটি সেমিস্টারে পাশ নম্বর থাকবে

Advertisement of Hill 2 Ocean

রাজা কৃষ্ণচন্দ্র সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন

তবে আপনাদের জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার সময়ে জানিয়েছিলেন, ‘প্রতিটি বিষয়ে দু’টি সেমিস্টার মিলিয়ে পাশ নম্বর পেলেই সে সেই বিষয়ে উত্তীর্ণ হবে।’

new semester rule

একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে চারটি সিমেস্টার হওয়ার কথা উচ্চ মাধ্যমিক স্তরে। একাদশ শ্রেণিতে হবে প্রথম দু’টি সেমিস্টার। পরের দু’টি হবে দ্বাদশে। যে দু’টি সেমিস্টার দ্বাদশে হবে সেই দু’টি সেমিস্টারকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়নের সমতুল্য বলে সংসদ ঘোষণা করেছে।

৭০ নম্বরে পরীক্ষা হয় উচ্চ মাধ্যমিকে ল্যাবরেটরি নির্ভর বিষয়গুলিতে। ৮০ নম্বরে পরীক্ষা হয় ল্যাবরেটরি ছাড়া বিষয়গুলিতে। প্রতিটি সেমিস্টারে ৪০ নম্বর থাকবে ৮০ নম্বরের বিষয়গুলির ক্ষেত্রে। প্রতিটি সিমেস্টারে ৩৫ নম্বর থাকবে ৭০ নম্বরে বিষয়গুলিতে। এই প্রসঙ্গে সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেন, ‘‘আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখেছি। প্রতিটি সিমেস্টারকে সমান গুরুত্ব দেওয়ার জন্য একটি নির্দিষ্ট পাশ নম্বর রাখা হবে। সেই পাশ নম্বর কত হবে তা আমরা এক সপ্তাহের মধ্যে জানিয়ে দেব।’’

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর