ছত্তীসগঢ়ে সেনা-মাওবাদীর গুলির লড়াই | নিহত তিন মাওবাদী
ব্যুরো নিউজ, ২৬ ফেব্রুয়ারি: মিটেছে বিধানসভা ভোট। কিন্তু এখনও মাওবাদী হামলায় প্রায়ই অশান্ত হয়ে উঠছে ছত্তীসগঢ়ের একাধিক এলাকা। দেখা গিয়েছে মূলত জঙ্গল লাগোয়া এলাকাগুলিতেই বারবার হামলা চালানো হচ্ছে। কিছুদিন আগেও দুই গ্রামবাসীর দেহ মেলে। অভিযোগ, মাওবাদীরাই তাদের খুন করেছে। এই অবস্থায় মূলত আতঙ্ক বাড়ছিল এলাকায়। গ্রেফতার এক সিমি জঙ্গি জানা গিয়েছে, দান্তেওয়াড়ায় মাওবাদীদের ক্যাম্পে নিরাপত্তাবাহিনী হামলা চালায়। এই ঘটনায় গ্রামের