পুস্পিতা বড়াল, ২৪ মার্চ: এক ছেলে বাবাকে খুন করাল ভাড়াটে গুণ্ডাদের দিয়ে। তিন জনকে ভাড়া করেছিল সে এই কাজের জন্য। কিশোরের ব্যবসায়ী বাবার মৃত্যু হয় তাঁদের গুলিতেই। মৃত ব্যবসায়ীর নাম মহম্মদ নইম। বয়স ৫০। ওই তিন আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ বছরের ওই কিশোরকেও আটক করা হয়েছে।
১৬ বছরের ওই কিশোরকে আটক করা হয়েছে
তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, কিশোর তাঁর বাবার কাছে টাকা চেয়েছিল। কিন্তু তিনি পর্যাপ্ত টাকা দিতে রাজি হননি। যার ফলে এই খুনের পরিকল্পনা করা হয়েছিল।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রতাপগড় এলাকায়। তিনি মালিক ছিলেন সোনার দোকানের। দুষ্কৃতীদের গুলিতে তাঁর মৃত্যু হয় বৃহস্পতিবার।
উত্তপ্ত সোনারপুর! বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে
তিন দুষ্কৃতী এসেছিল তাঁকে বাইকে করে মারতে। পুলিশ তাদের গ্রেফতার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, এই খুনের জন্য ভাড়া করা হয়েছিল তাঁদের। টাকার বিনিময়ে তাদের এই কাজ করতে বলেছিল ব্যবসায়ীর ছেলে। তদন্তের পরে কিশোরকে আটক করে পুলিশ।