s jaysanker

এবার কি লোকসভার লড়াইয়ে নামতে চলেছেন এস জয়শংকর? মুখ খুললেন খোদ বিদেশমন্ত্রী!

জল্পনা নিয়ে সরাসরি প্রশ্ন এস জয়শংকরকে

ব্যুরো নিউজ, ১৯ মার্চ; পুস্পিতা বড়াল: BJP এখনও পর্যন্ত দু’টি প্রার্থীতালিকা ঘোষণা করেছে। ১৯৫ জনের নাম রয়েছে প্রথম ধাপে। দ্বিতীয় লিস্টে নাম রয়েছে ৭৩ জনের। কমিশন ইতিমধ্যেই দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে লোকসভা নির্বাচনের। এবার অপেক্ষা বাকি তালিকার। কিন্তু এসবের মাঝেই গুঞ্জন উঠেছে! এবার কি এস জয়শংকর নামতে চলেছেন লোকসভার লড়াইয়ে? এই প্রসঙ্গে আবার মুখ খুললেন স্বয়ং বিদেশমন্ত্রী নিজে।

এখন থেকে ১৭ বছরে পা দিলেই ভোটার কার্ডের জন্য আগাম আবেদন করা যাবে! জেনে নিন বিস্তারিত:

অঙ্গনওয়াড়িতে নিম্নমানের খাবার | ক্ষোভ গ্রামবাসীদের

জল্পনা নিয়ে সরাসরি প্রশ্ন এস জয়শংকরকে

এস জয়শংকর গুজরাটের রাজ্যসভা সাংসদ। কখনই লোকসভা নির্বাচনে লড়েননি তিনি। নেহাত কম নয় তাঁর জনপ্রিয়তা! তার এই জনপ্রিয়তাকে গেরুয়া শিবির খুব ভালোভাবেই কাজে লাগাতে পারে বলে মনে করছেন ওয়াকিবহবল মহল। তবে এই সব গুঞ্জনের মাঝেই এবার মুখ খুললেন এস জয়শংকর নিজেই।

একটি সংবাদ সম্মেলনে এস জয়শংকরকে প্রশ্ন করা হয়েছে, ‘তিনি কি এবার লোকসভায় প্রার্থী হচ্ছেন?’ জবাবে বিদেশমন্ত্রী বলেন, ‘এই প্রশ্নটা আমায় না করে এই কনক্লেভের পরবর্তী বক্তাকে করুন।’ প্রসঙ্গত, এস জয়শংকরের পরেই নরেন্দ্র মোদী ছিলেন ওই কনক্লেভের পরবর্তী বক্তা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর