corporation

 

 

ব্যুরো নিউজ,১২ মার্চ: সোমবার দক্ষিণেশ্বরের কাছে অম্রুত প্রকল্পের অধীনে ‘কামারহাটি-বরাহনগর যৌথ জল প্রকল্পের পানীয় জল সরবরাহ ও কার্যক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান ছিল। কামারহাটি এবং বরাহনগরের জন্য যে জল প্রকল্পের সূচনা হয়েছিল ১৯৩৫ সালে, তারই আপগ্রেডেশন হচ্ছে নতুন এই প্রকল্পের মাধ্যমে।

এই প্রকল্পের আওতায় কামারহাটি এবং বরাহনগরের জল প্রকল্পের আপগ্রেডেশন হচ্ছে!

জলের পাইপ

দুই পুরসভার বাসিন্দারা আগের জল প্রকল্প থেকে প্রতিদিন যেখানে গড়ে সাড়ে তিন মিলিয়ন লিটার জল পেত সেখানে নতুন এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিদিন গড়ে ১৫ মিলিয়ন লিটার জল পাবেন তারা। পাইপ লাইন সংস্কারের কাজও রয়েছে এই প্রকল্পের আওতায়। এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আগামী দু’বছরের মধ্যে।

CAA বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কিত কিছু তথ্য! কীভাবে করবেন আবেদন?

দক্ষিণেশ্বরে গঙ্গার ধারে একটি ইনটেক জেটি তৈরি করা হবে এই প্রকল্পের জন্য। পাইপ লাইনের মাধ্যমে গঙ্গার জল তুলে প্লান্টে নিয়ে এসে সেই জল পরিশোধন করে পাইপ লাইনের মাধ্যমেই তা আবার সরবরাহ করা হবে কামারহাটি এবং বরাহনগর অঞ্চলের মানুষের বাড়ি বাড়ি। এর ফলে দুই পুর এলাকার বাসিন্দাদের জল কষ্টের হাত থেকে অনেকটা রেহাই মিলবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর