J&K 3 Terrorist Killed

ব্যুরো নিউজ, ২৭ মার্চ: ছত্তীসগঢ়ের বিজাপুরে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই। চিকুরবাট্টি-পুসবাকা এলাকার জঙ্গলে দুই পক্ষের সংঘর্ষে এখনও অবধি ৬ জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে বলে খবর মিলেছে।
আমেরিকার বাল্টিমোরে জাহাজের ধাক্কায় ভাঙল সেতু

Advertisement of Hill 2 Ocean

লোকসভা নির্বাচনের আগেই মাওবাদী-নকশাল উপদ্রুত এলাকায় এই অভিযান চালায় সেনা বাহিনী। জানা গিয়েছে, ডিআরজি, সিআরপিএফের ২২৯ বাহিনী ও কোবরা টিম যৌথভাবে এই অভিযান চালিয়েছে।

এই সপ্তাহে টানা ৪ দিন পরিষেবা মিলবে না রুবি মেট্রো রুটে! কোন তারিখ থেকে বন্ধ থাকবে?

চিকুরবাট্টি-পুসবাকা এলাকার জঙ্গলে সেনা বাহিনী প্রবেশ করা মাত্র আড়াল থেকে হামলা চালায় মাওবাদীরা। এরপরেই শুরু হয় সেনা ও মাওবাদীর গুলির লড়াই। ঘণ্টাখানেক ধরে এনকাউন্টার চলে বলে জানা গিয়েছে। এরপর সংঘর্ষস্থলে তল্লাশি চালায় সেনা বাহিনী। সেখান থেকে এক মহিলা -সহ ৬ মাওবাদীর দেহ উদ্ধার করা হয়। প্রত্যেক্যের দেহই গুলি লাগার দরুন ঝাঁঝরা হয়ে গিয়েছে। তবে এখনও তল্লাশি অভিযান চলছে খবর মিলেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর