baltimore-bridge-collapses

ব্যুরো নিউজ, ২৭ মার্চ: মঙ্গলবার, ২৬ এপ্রিল স্থানীয় সময় রাত দেড়টা। সেই সময়ই ঘটে বিপত্তি। একটি পণ্যবাহী জাহাজ সেতুর একটি পিলারে ধাক্কা মারে। ঘটনায় পুরো সেতুটাই ভেঙে নদীর জলে তলিয়ে যায়। আমেরিকার বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্ট এই ঘটনাটিকে একটি ‘মাস ক্যাসুয়ালটি ইভেন্ট’ বলে ঘোষণা করেছে। এর অর্থ এই ঘটনায় প্রচুর মানুষের হতাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

গরমে কম তেল মশলার চিকেনের রেসিপি চাইছেন? আজই বানিয়ে ফেলুন চটজলদি দই চিকেন!

Advertisement of Hill 2 Ocean

জাহাজের ধাক্কায় ভাঙল বাল্টিমোরের আইকনিক ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুর একটা বিরাট অংশ। বেশ কয়েকটি গাড়ি ও বহু মানুষ নীচে প্যাটাপসকো নদীতে পড়ে গিয়েছেন বলে খবর মিলেছে। এই দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। 
https://twitter.com/MarioNawfal/status/1772518995188465916?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1772518995188465916%7Ctwgr%5E635584aeeca892963a3ac7c4cf0af90cdaf3c3ec%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fworld%2Fvideo-bridge-in-baltimore-collapses-after-a-container-ship-hits-it-1045869.html

মার্কিন এক সংবাদ সংস্থা তাদের প্রতিবেদনে দাবি করেছে, জাহাজটি বাল্টিমোর বন্দর থেকে বের হওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। সেতুটির একটি ভিতে ধাক্কা মারে ওই পণ্যবাহী জাহাজ। ঘটনায় সেতুটি ভেঙে পড়ায় বেশ কয়েকটি গাড়ি ও বহু মানুষ নীচে নদীতে পড়ে যান বলে খবর। ধাক্কা মারার পর, জাহাজটি সেতুটির নীচেই আটকে পড়েছে। ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সারা ফেলেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর