ব্যুরো নিউজ, ৩০ মার্চ: বরাবর নিজেকে মেইনটেইন রাখতেই ভালবাসেন মালাইকা। সব সময়ই তাঁকে দেখা গিয়েছে ‘0 ফিগারে’। নিজের ফিটনেসের দিকে একটু বেশিই ওয়াকিবহল তিনি। তবে সম্প্রতি সামনে এসেছে মালাইকার এমন এক ছবি যা ঘিরে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়। মালাইকা আবার মা হতে চলেছেন সেই চর্চাই চলছে।
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা ড্যানিয়েল বালাজি
মালাইকা আরোরার বয়স পেরিয়েছে ৫০। কিন্তু তাতে কি? ‘বয়স শুধু সংখ্যা মাত্র’ আর সেটাই প্রমান করেছেন মালাইকা। আজও তাঁকে দেখলে বোঝাই দুষ্কর যে তিনি পৌরত্বে পা রেখেছেন। ২০১৭ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অর্জুন সিং-য়ের সঙ্গে সম্পর্কে আছেন তিনি। তবে মালাইকা- আরবাজের একটি ছেলেও আছে। এই সব নিয়ে বহুবার বহু চর্চায় এসেছেন মালাইকা। নেটিজেনদের কটাক্ষেরও স্বীকার হয়েছেন তিনি। এবার তাঁকে নিয়ে জোর চর্চা। আর সেখানেই উঠে এসেছে এই প্রশ্ন যে, ৫০ পেড়িয়ে ফের একবার মা হতে চলেছেন মালাইকা?
তবে এছবি বেবি বাম্পের নয়। নেহাতই বেলিফ্যাট। ফিগার মেইনটেইন করা সেলবের সামান্য বেলিফ্যাটই হল সমস্যার কারন। আর যে পোশাকে তিনি সামনে এসেছেন, তাতে পেটের অংশ ফুলে থাকায় জন্ম নিয়েছে এই জল্পনা।