ব্যুরো নিউজ, ১৯ এপ্রিল: তীব্র দাবদাহের মধ্যে শুরু হলো প্রথম দফার লোকসভা নির্বাচন। প্রথম দফা নির্বাচনের শুরুর তিন ঘন্টার মধ্যেই ১৫১টি অভিযোগ জমা পরল নির্বাচন কমিশনে। ভোট শুরু হতেই উত্তপ্ত হয়ে উঠলো কোচবিহারের শীতলকুচি ও মাথাভাঙ্গা। তৃণমূল নেতা উদয়ন গুহ বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুললেন। যদিও বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়েছে।
রাশিফল: শুক্রবার ব্যস্ততায় কাটবে এই রাশির জাতক জাতিকাদের, সাবধান থাকুন এই কাজগুলি থেকে
পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ
জানা যাচ্ছে, নির্বাচনের তিন ঘন্টার মধ্যে প্রতি ঘন্টায় ঘরে ৫০টিরও বেশি অভিযোগ জমা করেছে কমিশনের দপ্তরে। জানিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। অন্যদিকে রাজভবনের পিস রুম থেকে তিন কেন্দ্রের ভোট পর্বে নজর রাখছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের পিস রুমে একের পর এক অভিযোগ আসছে বলে খবর। এ বিষয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, ‘রাজনৈতিক অশান্তির অভিযোগ আসছে, পুলিশের বিরুদ্ধেও আসছে নিষ্ক্রিয়তার অভিযোগ।’