Iraq homosexual relationship

ব্যুরো নিউজ, ২৮ এপ্রিল: সমকামী সম্পর্ক ‘অপরাধ’! শনিবার সমকামী সম্পর্ককে অপরাধ হিসাবে গণ্য করার আইন পাশ করা হল। এর জন্য ১৫ বছরের জেল!

চারধাম যাত্রা নিয়ে তৎপর মুখ্যমন্ত্রী ধামি | আধিকারিকদের সঙ্গে বৈঠক | দিলেন একাধিক নির্দেশিকা

মহাদেব বেটিং অ্যাপ মামলায় গ্রেফতার অভিনেতা সাহিল খান

সমকামী সম্পর্কে মৃত্যুদণ্ডের সাজার সুপারিশ করা হয়েছিল, কিন্তু পরে আমেরিকা ও ইউরোপিয়ান দেশগুলিতে এর তীব্র বিরোধিতা করা হয়। এবার সমকামী সম্পর্ক জরালে তার জন্য সর্বাধিক ১৫ বছরের সাজার আইন পাশ হল ইরাকে।

আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যদি কোনও পুরুষ বা মহিলা সমকামী সম্পর্কে ধরা পড়েন, সেক্ষেত্রে তাদের সর্বনিম্ন ১০ বছরের সাজা হতে পারে। আর সর্বাধিক ১৫ বছর পর্যন্ত সাজা দেওয়ার বিধান পাশ করা হয়েছে  ইরাকের সংসদে। এমনকি যদি কেউ নিজের বায়োলজিক্যাল জেন্ডারকে না মানেন, এবং লিঙ্গ পরিবর্তন করেন, এমনকি যদি নিজের লিঙ্গের বিরুদ্ধে গিয়ে সাজ-সজ্জা, পোশাক -আশাক পড়েন   তবে তা অপরাধ বলে গন্য করা হবে। সেক্ষেত্রে ১ থেকে ৩ বছরের সাজা হতে পারে। তবে শুধু ইরাকেই নয়,  ইরাকের মত বিশ্বের ৬০টিরও বেশি দেশে সমকামী সম্পর্ক নিষিদ্ধ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর