Finally, CCTV was installed in Sandeshkhali

ব্যুরো নিউজ, ২০ ফেব্রুয়ারি: হাইকোর্টের নির্দেশে এবার সন্দেশখালি মামলায় যুক্ত করা হল ইডি ও সিবিআইকে। ইতিমধ্যেই সন্দেশখালির আদিবাসীদের জমি দখল ও সেখানকার মহিলাদের উপর অত্যাচারের একাধিক অভিযোগ সামনে এসেছে।

সন্দেশখালি মামলায় যুক্ত ইডি সিবিআই

এই বিষয়ে বিচারপতি অপূর্ব সিনহা রায় হাইকোর্টে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেন। সেই মামলা উঠেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। আগামী সোমবার সেই মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। সেই শুনানিতেই হাজির থাকবেন ইডি ও সিবিআই। 
Calcutta High Court

মঙ্গলবার এই নির্দেশ দেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তিনি বলেন, আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়কে আদালত বান্ধব রাখা হলো। সবপক্ষের সঙ্গে কথা বলে আগামী সোমবার পরবর্তী নির্দেশ দেবে আদালত। 
আদালতের অনুমতির পরেও সন্দেশখালিতে শুভেন্দুকে বাধা

জানা গিয়েছে, এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম সন্দেশখালি সংক্রান্ত মামলা চলাকালীন উদ্বিগ্ন হয়ে পড়েন। তারপর তিনি সমস্ত কিছু শোনার পরই নির্দেশ দেন, এবার এই মামলায় যুক্ত থাকবে ইডি ও সিবিআই। পরবর্তী শুনানির দিন সবপক্ষ উপস্থিত থাকবে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর