আভিজিত এবং দেবান্সু

 

ব্যুরো নিউজ, ১৩ মার্চ, পুস্পিতা বড়াল: সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারক পদে ইস্তফা দিয়ে যোগ দিয়েছেন রাজনীতিতে। তার দিন ফুরিয়েছে এজলাসে। তবে ফের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ উঠে এল এক মামলার শুনানিতে। এদিন এসএসসি মামলার শুনানি চলছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। সেখানেই বিতর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবীর মুখে হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্যু উঠে এল।

বিতর্কিত চাকরিপ্রাপকেরা মঙ্গলবার শিক্ষক নিয়োগ মামলায় এবার CBI-এর রিপোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর গাজিয়াবাদ অভিযান নিয়ে এসএসসি নিয়োগ দুর্নীতিতে তাদের আইনজীবী অনিন্দ্য মিত্রের প্রশ্ন, ‘কেন নাইসার দফতরে না গিয়ে প্রাক্তন আধিকারিক পঙ্কজ বনসলের বাড়িতে গেল CBI ? গাজিয়াবাদে তাদের অভিযান কোন তথ্যের ভিত্তিতে?”

যুবক খুনের ঘটনায় অবশেষে এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ! কী হল বাকি অভিযুক্তদের?

ফের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ উঠে এল এক মামলার শুনানিতে।

highcourt

আর ঠিক সেই সময়ই বিচারপতি বসাকের উদ্দেশে আইনজীবী প্রশ্ন ছুড়ে বলেছেন “আপনি থাকলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো নির্দেশ দিতেন?” প্রসঙ্গত, ওই সকল চাকরিপ্রাপকদের বেতন ফেরতের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই ইস্যু তুলেই আইনজীবির প্রশ্ন, ‘এত কড়া নির্দেশ দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ? আপনি হলে কি এই ধরনের নির্দেশ দিতে পারতেন?”

ভোটের আগে ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন মমতার

এই প্রসঙ্গে চাকরিপ্রাপকদের আইনজীবীর তরফে আরও প্রশ্ন ওঠে, “এসএসসি নাইসার তথ্যে বিশ্বাস করছে। তবে সেখানকার প্রাক্তন আধিকারিক পঙ্কজ বনসলের কাছ থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্কের তথ্যের ওপর বিশ্বাসযোগ্যতা রয়েছে তাদের ?” এরপরই বেতন ফেরতের নির্দেশের কথা তুলে ধরেন আইনজীবী। যেখানে বিচারপতি দেবাংশু বসাক মন্তব্য করেন,”আমি সুদসহ বেতন ফেরত দিতে বলতাম, সঙ্গে হেফাজতে নিয়ে জেরা করতেও বলতাম।”

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর