farmers' movement in Delhi

ব্যুরো নিউজ, ২১ ফেব্রুয়ারি: গত ১৩ই ফেব্রুয়ারি থেকে আন্দোলনে নামেন দেশের কৃষকেরা। কৃষকদের হরিয়ানা সীমান্তের কাছে পুলিশ আটকে দিলে সেখানেই পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষ বাঁধে। কৃষিতে এমএসপি নিয়ে প্রথম থেকেই অসন্তোষ প্রকাশ করেছিলেন কৃষকেরা।

কৃষক আন্দোলনে উত্তপ্ত রাজধানী 

এইবার সেই মর্মেই প্রতিবাদী তাঁরা। তাঁদের প্রতিবাদের ঝড়ে ইতিমধ্যেই উত্তাল রাজধানী দিল্লি। পাঞ্জাব ও হরিয়ানা সীমান্ত থেকে ফের আজ দেশের কৃষকেরা দিল্লি চলো অভিযান শুরু করেন। জানা গিয়েছে, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুণ্ডা ফের একবার কৃষকদের আলোচনার জন্য বৈঠকের ডাক দিয়েছেন।
এবার সন্দেশখালির পথে জাতীয় আদিবাসী কমিশন
Advertisement of Hill 2 Ocean
 নিজের এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, এর আগে ৪ বার বৈঠক হয়েছে। পঞ্চমবারের বৈঠক করতেও তাঁরা রাজি। এমএসপি নিয়ে কৃষকদের দাবি আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। আর শান্তি বজায় রাখার ক্ষেত্রে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধবার প্রতিবাদী কৃষকদের রুখতে  পুলিশ ফের একবার টিয়ার গ্যাস ব্যবহার করে। 
farmers' movement
এই বিক্ষোভের কারণে পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে যে যানজট তৈরি হয়েছে তা সামলাতে রীতিমতো হিমসিম খেতে হচ্ছে প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর