farmers' movement! Bharat Bandh and Rail Roko on Friday

ব্যুরো নিউজ, ১৫ ফেব্রুয়ারি: ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি সহ একাধিক দাবিতে আন্দোলনে নেমেছে সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন, সংযুক্ত কিসান মোর্চা সহ একাধিক কৃষক ও শ্রমিক সংগঠন। আগামী ১৬ ফেব্রুয়ারি ভারত বনধের ডাক দিয়েছে তারা।

Advertisement of Hill 2 Ocean

আজও পুলওয়ামা বিস্ফোরণ রাজনীতিতে চর্চার বিষয়

farmers' movement! Bharat Bandh and Rail Roko on Friday

কৃষক আন্দোলন রুখতে ১৪৪ ধারা! বন্ধ ইন্টারনেট, বসানো হচ্ছে পেরেক, ব্যারিকেড, কাঁটাতার

শুক্রবার দেশজুড়়ে গ্রামীণ ভারত বনধের ডাক দিয়েছেন কৃষক ও শ্রমিক সংগঠন। ভোর ৬টা থেকে বিকেল ৪টে অবধি চলবে বনধ। পাশাপাশি রেল রোকো ও  চাক্কা জ্যামও করবে আন্দোলনকারীরা। পঞ্জাবে বেলা ১২টা থেকে বিকেল ৪টে অবধি চাক্কা জ্যাম করবে কৃষকরা। পঞ্জাব-সহ একাধিক রাজ্যের জাতীয় সড়কে অবরোধ করবে আন্দোলনকারী কৃষকরা। বনধের কারনে বন্ধ থাকবে বিভিন্ন সরকারি, বেসরকারি অফিস ও দোকান। বন্ধ রাখা হবে পরিবহন, কৃষিকাজ। এমনকি অনেক শিল্প প্রতিষ্ঠানও বন্ধ রাখা হবে। তবে চলবে জরুরি পরিষেবাগুলি। হাসপাতাল, নার্সিংহোম, ওষুধের দোকান, অ্যাম্বুলেন্সের পরিষেবা মিলবে। এমনকি খোলা থাকবে ব্যঙ্কও।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর