দেবকে দিল্লিতে তলব ইডির, ইস্তফা দিলেন মিমি
ব্যুরো নিউজ, ১৫ ফেব্রুয়ারি: কিছুদিন আগেই ৩ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। আর সেই নিয়েই জোর চর্চা হয় রাজ্য-রাজনীতিতে। দেব নাকি তার সাংসদ কোটার টাকার ৩০ শতাংশ কাটমানি নিতেন। এমনই ভিডিও প্রকাশ্যে এনে সোচ্চার হয়েছিলেন তৃণমূলের শঙ্কর দোলই। আর শেষে পিসীর মলমেই গোললো পাথর। তবে সেই চর্চারা রেশ কাটতেনা কাটতেই ফের একবার সংবাদের শিরোনামে তৃণমূলের