'Fake' agent

ব্যুরো নিউজ, ৭ মে : গোপীনাথপুর, কেশবপুর-সহ একাধিক জায়গায় ভুয়ো ভোটার। কেশবপুর অবৈতনিক বিদ্যালয়ের বুথে ভুয়ো এজেন্টকে সামনে আনলেন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম।

ভোট দিয়ে অমিত শাহকে জেতানোর আর্জি মোদীর

এদিন সকালে বিভিন্ন বুথ ঘুরে দেখেন তিনি। এরপরেই একের পর এক ‘ভুয়ো’ এজেন্টের হদিশ! আর ধরা পরতেই তাদের অভিযোগ, ভুয়ো ফর্ম ফিলাপ করিয়ে তাদের এজেন্ট হিসাবে বুথে বসিয়ে দেওয়া হয়েছে। কেশবপুর অবৈতনিক বিদ্যালয়ের বুথের ভুয়ো এজেন্টের দাবি, আয়নুল হক নামে তৃণমূলের এক ব্যক্তি তাকে ওই ফর্ম ফিলাপ করিয়েছে। সেই ব্যক্তি তাকে এজেন্ট হয়ে বুথে বসতে বলে। তাই তিনি আজ বুথে বসে ছিলেন। একই সঙে ওই ব্যক্তি বলেন তিনি আদতেই কোনও দল করেন না। পেশায় তিনি এক জন ব্যবসায়ী। তবে তিনি এ কাজ করে ভুল করেছেন বলেও স্বীকার করেন।

এদিকে আজ সকালেই গোপীনাথপুরে বুথে অশান্তির ঘটনা ঘটে। সিপিএমের এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়। তার পরিবর্তে শাসকদল ‘ভুয়ো’ এজেন্ট ধুকিয়ে ভোট করানোর অভিযোগ সামনে আনেন সেলিম।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর