Sheikh Shahjahan

পুস্পিতা বড়াল, ৩০ মার্চ: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে শেখ শাহজাহান রেশন দুর্নীতি মামলায়। সন্দেশখালির ‘ত্রাস’ বসিরহাট উপ সংশোধনাগারে বন্দী। ইডি জেরা করতে পারবে জেলবন্দি শাহজাহানকে। বসিরহাট মহকুমা আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনে সায় দিয়ে অনুমতি দিল। শনিবার সকালে আদালতে যান ৫ জন ইডি, ১ জন সিবিআই আধিকারিক এবং একজন আইনজীবী। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে ল্যাপটপ, স্ক্যানার, প্রিন্টার-সহ বেশ কিছু কাগজপত্রও ছিল।

কৃষ্ণনগর থেকে প্রচার শুরু, এরপর উত্তরবঙ্গ ও জঙ্গলমহল সফর তৃণমূল সুপ্রিমোর

Advertisement of Hill 2 Ocean

শনিবার সকালে আদালতে আইনজীবী-সহ ৫ ইডি ও ১ সিবিআই আধিকারিক

ইডি সন্দেশখালির সরবেড়িয়ার আকুঞ্জপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় গত ৫ জানুয়ারি। সেদিন শাহজাহানের খোঁজ পাননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পরিবর্তে তাঁরা জখম হয়ে ফিরে আসেন। শাহজাহান অনুগামীদের আক্রমণে রক্তও ঝরে। শেখ শাহজাহান এই ঘটনার ৫৫ দিন পর গ্রেপ্তার হন। প্রথমে পুলিশ গ্রেপ্তার করলেও পরে তাঁকে হেফাজতে নেয় সিবিআই। বৃহস্পতিবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় সিবিআই হেফাজত শেষে।

Sheikh Shahjahan

সম্পত্তির পরিমাণ বিপুল শেখ শাহজাহানের। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিঘার পর বিঘা জমি এবং ভেড়ি দখল করার। তাঁর সম্পত্তির রয়েছে সন্দেশখালি, সরবেড়িয়া এমনকী কলকাতাতেও। অভিযোগ উঠেছে, রেশন দুর্নীতির কালো টাকা সাদা করতে নানা অসামাজিক কার্যকলাপ করেছেন শাহজাহান। সূত্রের খবরে জানা গিয়েছে, ইডি সম্প্রতি বাজেয়াপ্ত করে তাঁর প্রায় ১৩ কোটি টাকার সম্পত্তি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই সংক্রান্ত মামলাতেই এবার শাহজাহানকে জেরা করতে চায়। ইডি সেই কারণেই বসিরহাট মহকুমা আদালতে জানিয়েছে আর্জি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর