droupadi-murmu-eid-greetings

ব্যুরো নিউজ, ১১ এপ্রিল : বৃহস্পতিবার খুশির ঈদ। গোটা দেশের সঙ্গে বিশ্বজুড়ে পালিত হলো ঈদ উৎসব। এদিন দিল্লির হজরত নিজামুদ্দিন দরগা, জামা মসজিদে প্রচুর মানুষ নমাজ পাঠে অংশ নেন ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকতার আব্বাস নকভি নমাজ পাঠ করেন ৷ তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ অন্যদিকে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানান। নিজের এক হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা দিয়ে লেখেন, ‘আজ মুসলিম সম্প্রদায়ের ভাই ও বোনেদের ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ৷ রমজানের পবিত্র মাসের পর এই উৎসব পালন করা হয় ৷ এই উৎসবে একতা, সদ্ভাব এবং ভ্রাতৃত্ববোধের ভাবনা ছড়িয়ে পড়ে ৷ খুশি ভাগ করে নেওয়ার এই উৎসব ক্ষমা ও দান করার প্রেরণা দেয় ৷ এই পবিত্র সময়ে কামনা করি, দেশ যেন উন্নতির পথে এগিয়ে যায় এবং দেশবাসী সবসময় সুখে শান্তিতে থাকুক ৷’

যোগগুরু রামদেবের উপর বেজায় রুষ্ট সুপ্রিম কোর্ট! ধোপে টিকলো না ক্ষমাপ্রার্থনা

Advertisement of Hill 2 Ocean

জামা মসজিদে ইদ উৎসব পালন

দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানান, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ইদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘ইদ মোবারক! ঈদ-উল-ফিতর উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রার্থনা করি, খুশির ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি ৷’

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর