ramdev in suprim court

ব্যুরো নিউজ, ১১ এপ্রিল: যোগগুরু রামদেব আবার সুপ্রিম কোর্টের রোষের মুখে পড়লেন। পতঞ্জলির ‘বিভ্রান্তিকর এবং মিথ্যা বিজ্ঞাপন’ মামলা দায়ের হয়েছে যোগগুরু রামদেবের বিরুদ্ধে। রামদেবের সহযোগী আচার্য বালকৃষ্ণের ক্ষমাপ্রার্থনা মঞ্জুর করেনি শীর্ষ আদালত। এই প্রসঙ্গে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চের মন্তব্য, ‘‘আমরা অন্ধ নই’’। সুপ্রিম কোর্ট পুরো বিষয়টি নিয়ে মন্তব্য করেছে, “আদালত উদার হতে চায় না।” এমনকি সুপ্রিম কোর্ট এও জানিয়েছে, শীর্ষ আদালত পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রের উত্তরে সন্তুষ্ট নয়।

এবার কি রাজনীতির ময়দানে নামছেন অক্ষয় কুমার? কি জানালেন অভিনেতা?

Advertisement of Hill 2 Ocean

শীর্ষ আদালত পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রের উত্তরে সন্তুষ্ট নয়

বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসানউদ্দিন আমান্নুলার বুধবার মামলার শুনানি চলাকালীন ডিভিশন বেঞ্চে বলে, ‘‘ক্ষমাপত্র কাগজে-কলমে রয়েছে। ওঁদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। আমরা এই ক্ষমাপত্র মেনে নিচ্ছি না। আমরা মনে করি ইচ্ছাকৃত ভাবে অঙ্গীকার লঙ্ঘন করা হয়েছে।’’

শুধু তাই নয়, বিচারপতি আমান্নুলা রামদেবের আইনজীবী মুকুল রোহতগীকে মামলার হলফনামা পড়ার সময় বলেন, ‘‘আপনারা হলফনামাতেও ফাঁকি দিচ্ছেন। এটা কে তৈরি করেছে, আমি অবাক।’’ এরপর এই প্রসঙ্গে মুকুল জানান, “আইনের বিষয়ে পেশাদার নন তাঁর মক্কেল। তাই ভুল হয়েছে।” এরপর বিচারপতি আমান্নুলা রামদেবের ক্ষমাপ্রার্থনা আদৌ আন্তরিক কি না সেই বিষয়ে নিশানা করে বলেন, ‘‘আমাদের নির্দেশের পরেও ভুল হয় কি করে? আমরা এই ক্ষেত্রে এতটা উদার হতে চাই না।’’

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর