Dilip Ghosh On BJP

ব্যুরো নিউজ, ১২ মে : নির্বাচনের আগের দিন ফের স্বমহিমায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিগত কয়েকদিন ধরে তার বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে চলছে রাজনৈতিক তরজা। তবে ভোটের আগের দিনও তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়লেন না দিলীপ ঘোষ। ১৩ মে চতুর্থ দফার লোকসভা নির্বাচন। ওই দিনই ভাগ্য পরীক্ষা হবে দিলীপ ঘোষের। তবে আগের দিন তাকে বেশ খোশ মেজাজেই দেখা গেল। জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী তিনি। প্রতিপক্ষকে এক প্রকার হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘দল যার যার, ভোটার দিলীপ ঘোষেরই।’

৭৫-বছরের পরও প্রধানমন্ত্রী থাকবেন নরেন্দ্র মোদীই, স্পস্ট জবাব শাহের

‘দল যার যার, ভোটার দিলীপ ঘোষেরই’

অন্যান্য দিনের মতো রবিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে কালী মন্দিরে যান। এখানে গিয়ে ‘জয় শ্রীরাম’ ধ্বনিও দেন। আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের অভিযোগ কালীমন্দিরে দাঁড়িয়ে ‘জয় শ্রীরাম’স্লোগান দিয়ে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে নষ্ট করল বিজেপি। তবে দিলীপ ঘোষ কিন্তু এইসব কথাকে গুরুত্ব দিতে নারাজ। এদিন নাম না করে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বললেন, ‘ধর্ম যার যার উৎসব সবার যেমন, তেমনি দল যার যার ভোটার দিলীপ ঘোষেরই।’

BJP Helpline

শনিবার বিকেলেই শেষ হয়েছে ওই কেন্দ্রে লোকসভা নির্বাচনের প্রচার। তবে রবিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ কালী মন্দিরে গিয়ে জনসংযোগ করেন। এরপর বলেন, ‘মায়ের কাছে সুখ সমৃদ্ধি আর শান্তি কামনা করলাম। সমাজ কলুষিত। রাজনীতি কলুষিত। দুর্নীতিতে কলুষিত হয়ে গেছে সব। মা সকলকে শান্তি দিক। সুমতি দিক। বাঙালি আবার মাথা উঁচু করে দাঁড়াক দুনিয়ার কাছে এই প্রার্থনা করলাম।’ সব মিলিয়ে নির্বাচনী প্রচার শেষ হলেও ভোটের আগের দিনও কিন্তু জমজমাট দেখা গেল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর