Enforcement Directorate
ব্যুরো নিউজ, ১ মার্চ: এবার ইডির ডেপুটি ডিরেক্টর গৌরব ভারিলকে তলব করল রাজ্য গোয়েন্দা সংস্থা। আগামী ৩ মার্চ কলকাতায় ভবানী ভবনে সিআইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডেপুটি ডিরেক্টরকে, এমনটাই সূত্রের খবর।
Advertisement of Hill 2 Ocean
সন্দেশখালি নিয়ে সরব মোদী | রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ

প্রসঙ্গত, ৫ জানুয়ারি ইডির উপর হামলার অভিযোগে ইতিমধ্যেই শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্যের পুলিশ। শেখ শাহজাহানকে বসিরহাট আদালতে পেশ করা হলে তার ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দয়েও আদালত। এবার সেই মামলায় সক্রিয় রাজ্যের তদন্তকারী সংস্থা CID।
Deputy Director of ED has been summoned by the state intelligence agency CID

শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করে ইডি। তাই এবার ইডির ডেপুটি ডিরেক্টর গৌরব ভারিলকে তলব করল রাজ্য গোয়েন্দা সংস্থা। সিআরপিসির ১৬০ ধারায় সিআইডির অফিসে ডাকা হয়েছে ইডিড় ডেপুটি ডিরেক্টরকে। সূত্রের খবর, ওই অভিযোগের ভিত্তিতে ইডির ডেপুটি ডিরেক্টরের বয়ান রেকর্ড করতে চাইছে সিআইডি। এর পাশাপাশি সিআরপিসির ৯১ ধারায় অভিযোগ সংক্রান্ত বেশ কিছু নথি নিয়েও তাকে হাজির হতে বলা হয়েছে। তবে যদিও ইডি সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোনও নোটিস তারা হাতে পাননি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর