পুস্পিতা বড়াল, ২৮ মার্চ: যে মোটর সাইকেলগুলি যাত্রীদের আনন্দদায়ক রাইডিং দিতে পারে, Hero Xtreme 160R 4V হল সেই সব মোটরসাইকেলগুলির মধ্যে অন্যতম। সম্প্রতি এই মডেলটি লঞ্চ হয়েছে। ইতিমধ্যেই এই দু-চাকার টেস্টিং রাইডও সম্পূর্ণ হয়েছে।
ইতিমধ্যেই এই দু-চাকার টেস্টিং রাইডও সম্পূর্ণ হয়েছে
দাম : মোটরসাইকেলটি স্পোর্টি ডিজাইনের দিক থেকে বিশেষ নজরকাড়া। Hero এর এই টপ-স্পেক Xtreme 160R 4V প্রিমিয়াম মডেলটির দাম বর্তমানে 1.36 লক্ষ টাকা। (এক্স-শোরুম)।
IFS অফিসারের তৎপরতায় প্রাণ ফিরে পেল নন্দন কাননের অমর, আকবর, অ্যান্টনি
সিটের উচ্চতা: বাইকটির সিটের উচ্চতা 795 মিমি।
অর্থাৎ সিটে বসেই সহজে উভয় পা মাটিতে রাখতে পারবেন এবং এতে পাবেন আপনি দীর্ঘমেয়াদি আরামদায়ক যাত্রা। এই মডেলে রয়েছে ডুয়াল-ডিস্ক সেটআপ। টায়ারের গ্রিপও অসাধারণ।
দুর্ধর্ষ ফিচার্স নিয়ে চীনে লঞ্চ হয়েছে Honor এর নতুন দুটি স্মার্টফোন! ভারতীয় রুপি অনুযায়ী কত দাম?
মাইলেজ : Xtreme 160R 4V আছে মডেলটিতে আপনি 55 kmpl মাইলেজ পাবেন। যদিও অনেক ব্যবহারকারীরা দাবি করেছেন যে এই মডেলটি 40.89 kmpl মাইলেজ দেয়। এতে ফাইভ স্পীড গিয়ার বক্স রয়েছে।
হর্স পাওয়ার ও টর্ক পাওয়ার : Xtreme 160R 4V একটি 163.2 ccbs6-2.0 ইঞ্জিন দ্বারা চালিত যার সর্বোচ্চ শক্তি 16.9 PS। এটি 16.6bhp হর্স পাওয়ার এবং 6500 rpm এ 14.6 Nm টর্ক পাওয়ার জেনারেট করে। এতে ডিস্ক ফ্রন্ট ব্রেক এবং ডিস্ক রিয়ার ব্রেক রয়েছে। Hero Xtreme 160R 4V এর ওজন 145 কেজি এবং এতে 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক রয়েছে।