ফের মা হতে চলেছেন মালাইকা?
ব্যুরো নিউজ, ৩০ মার্চ: বরাবর নিজেকে মেইনটেইন রাখতেই ভালবাসেন মালাইকা। সব সময়ই তাঁকে দেখা গিয়েছে ‘0 ফিগারে’। নিজের ফিটনেসের দিকে একটু বেশিই ওয়াকিবহল তিনি। তবে সম্প্রতি সামনে এসেছে মালাইকার এমন এক ছবি যা ঘিরে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়। মালাইকা আবার মা হতে চলেছেন সেই চর্চাই চলছে। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা ড্যানিয়েল বালাজি মালাইকা আরোরার বয়স পেরিয়েছে ৫০। কিন্তু তাতে কি?