দুর্ধর্ষ

ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর: ঝোড়ো ইনিংস বিরাট-শ্রেয়সের! নিউ জিল্যান্ডকে ৩৯৮ রানের টার্গেট 

ঝোড়ো ইনিংস বিরাট-শ্রেয়সের। প্রথমে ব্যাট করতে নেমে নিউ জিল্যান্ডকে ৩৯৮ রানের টার্গেট দিল ইন্ডিয়া।

কী কী সুবিধা পান জেলবন্দিরা? কাদের জন্য বিশেষ সুবিধা? 

আজ মুম্বইয়ে কিউয়িদের বিরুদ্ধে বদলা নেওয়ার পালা! তাতে সফল হলে মিলবে বিশ্বকাপের ফাইনালের টিকিট।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। তবে ওপেন করতে নেমে প্রথম বল থেকেই তিনি চালিয়ে খেলে ম্যাচের সুরটা তৈরি করে দিতে চেয়েছিলেন। তিনি ৪৭ রান করে আউট হন, তিনি হাফসেঞ্চুরি করতে না পারলেও রানের টেম্পোটা ঠিক করে যান। এরপর হাফসেঞ্চুরি করেন শুভমান গিল।  তবে তিনি পুরো ম্যাচ শেষ করার আগেই চোট পেয়ে মাঠ ছাড়েন। চোটের কারনে পায়ে ক্র্যাম্প বাঁধতে হয়। মাঠ ছাড়ার আগে তিনি ৭৯ রান করেন। পরে অবশ্য তিনি মাঠে নামেন।

ভারতের ইনিংস শেষ। বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ারের জোড়া সেঞ্চুরিতে ভর করেই নিউজিল্যান্ডকে ৩৯৮ রানের টার্গেট দিল ভারত।  ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর