ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর: কম রেশন দেওয়ার অভিযোগে ডিলারকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর![]()
ফের পরিমাণে কম রেশন সামগ্রী দেওয়ার অভিযোগ। প্রতিবাদে ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। রাজ্যের একাধিক জায়গায় সেই ছবি দেখা গিয়েছে।
উত্তরাখণ্ড: আটকে পড়া শ্রমিকদের পাশে শুভেন্দু
রেশন দুর্নীতি মামলায় ইডির হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার আগে গ্রেফতার হয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ রেশন ডিলার বাকিবুর রহমান। আর তারপর থেকে রাজ্যের একের পর এক রেশন দুর্নীতির কাণ্ড সামনে আসতে শুরু করেছে। শুরু হয়েছে রেশন ডিলারদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিক্ষোভও।
মুর্শিদাবাদের রেজিনগর থানার গোপালপুর এলাকায় গ্রাহকদের অভিযোগ, ডিলারকে বারংবার বলার পরেও রেশন সামগ্রী কার্ড পিছু এক কেজি করে কম দেওয়া হচ্ছে। রেশন ডিলারের নাম হাসিবুর রহমান। তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হন এলাকাবাসীরা। সাত সকালে ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।রেশন ডিলারদের বিরুদ্ধে একই ঘটনার প্রতিবাদে এদিন বাগদার কনিয়াড়া-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিনাথপুরে বিক্ষোভ দেখান গ্রাহকরা। এখানকার রেশন ডিলার নিবেদিতা সাধু হলেও তাঁর ছেলে শান্তনু সাধুই সমস্তটা দেখভাল করেন। অভিযোগ, বহুদিন ধরে এই রেশন ডিলার কম রেশন সামগ্রী দিচ্ছেন। তারই প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।
গ্রাহকদের আরও অভিযোগ, অনেক সময়েই রেশনে চাল কম দেওয়া হচ্ছে। যেমন কারও ৪টে কার্ডে ১৯ কিলো পাওয়ার কথা হলেও অনেক দিন ধরেই তাঁদের ১৫ কিলো সামগ্রী দেওয়া হচ্ছে। যার জেরে উত্তেজিত জনতা এদিন বিক্ষোভ দেখাতে থাকেন।
এবিষয়ে রেশন দোকানের এক কর্মী শঙ্কর কর্মকারের দাবি, ডিলার তাঁকে যেভাবে দিতে বলেছেন, তিনি সেভাবেই দিয়েছেন। এদিকে আবার রেশন ডিলার শান্তনু সাধুর বক্তব্য, পুজোর জন্য গাড়ি কম, তাই কম জিনিসও এসেছে। ডিস্ট্রিবিউটর দিলেই তিনি সঠিক রেশন দেবেন বলে জানিয়েছেন। যদিও ডিলারের কথায় খুব একটা সন্তুষ্ট হননি স্থানীয়রা। ইভিএম নিউজ