Vidyasagar bridge is closed tonight

ব্যুরো নিউজ, ৭ মার্চ: বৃহস্পতিবার রাতে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)। তবে দু’ঘণ্টার জন্য সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। রাত ১টা থেকে ৩টে পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু।

বিপদ বাড়ছে শাহজাহানের! সিবিআই-এর সঙ্গে হাজির ইডি কর্তারাও

Advertisement of Hill 2 Ocean

এইচআরবিসির উদ্যোগে চলছে সেতু মেরামতির কাজ। আর সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু বন্ধ রাখায় যাত্রী হয়রানী হবে। সেই জন্য ট্রাফিক বিভাগের এক কর্তা জানান, বিদ্যাসাগর সেতু বন্ধ থাকলেও গভীর রাতের এই দু’ঘণ্টা হাওড়া ব্রিজ হয়ে ভিন জেলা বা রাজ্যে যেতে পারবে যানবাহনগুলি। এমনকি বাইরে থেকে কলকাতায় প্রবেশ করা গাড়িগুলিও নিবেদিতা সেতু হয়েও এ শহরে প্রবেশ করতে পারবে। তবে অবশ্য আগামীকাল অর্থাৎ শুক্রবার ভোর থেকে সেতুর উপরে যান চলাচল স্বাভাবিক হবে।

বিদ্যাসাগর সেতু রক্ষণাবেক্ষণের কাজ চলছে। আর সেই কাজের জন্য এর আগেও দফায় দফায় বন্ধ রাখা হয়েছে এই সেতু। ফেব্রুয়ারির শেষেও কয়েকবার রাত ১ টা থেকে ৩ টে পর্যন্ত  এই দু’ঘণ্টার জন্য বিদ্যাসাগর সেতু বন্ধ রাখে কলকাতা পুলিশ। এরপর আজ ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর