UPSC prelims exam date postponed! When will the test?

পুস্পিতা বড়াল, ২১ মার্চ: ঘোষিত হয়েছে লোকসভা ভোট। নির্বাচনী আচরণবিধিও কার্যকর হয়েছে। যার জেরে ইউপিএসসির প্রিলিমস পরীক্ষা এবার পিছিয়ে দিতে হল। প্রিলিমসের দিনক্ষণ পিছিয়ে গেল প্রায় আড়াই মাস।

আবাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা অভিষেকের

প্রিলিমসের দিনক্ষণ পিছিয়ে গেল প্রায় আড়াই মাস

Advertisement of Hill 2 Ocean

ব্রেন সার্জারির পর কেমন আছেন সদগুরু?

ইউপিএসসির তরফে বুধবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ২৬ মার্চের বদলে প্রিলিমস পরীক্ষা হবে ১৬ জুন। ইউপিএসসি সিভিল সার্ভিসের মূল পর্বের লিখিত পরীক্ষা বা ‘মেইনস’ এরপর ৫ দিন ধরে অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের ২০ তারিখ থেকে। ইউপিএসসি নতুন করে অ্যাডমিট ডাউনলোডের দিনক্ষণও ঘোষণা করেছে। এ বছর সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে মোট ১০৫৬টি শূন্যপদ এবং IFoS-এর জন্য ১৫০টি শূন্যপদ।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন গত ১৬ মার্চ লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে। এই ভোটপ্রক্রিয়া চলবে প্রায় দেড়মাস ধরে মোট ৭ দফায়। ততদিন পর্যন্ত বন্ধ রাখতে হবে এই বিজ্ঞাপনগুলি। ৭ জুন পর্যন্ত চলবে ভোটপ্রক্রিয়া। তবে সমস্যার কথা হল, কোনওরকম সরকারি কাজ হয় না এই দীর্ঘ ভোটপ্রক্রিয়া চলাকালীন। যে কারণে পিছিয়ে দিতে হল ইউপিএসসি পরীক্ষাও।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর