শর্মিলা চন্দ্র, ২১ মার্চ: একশো দিনের বকেয়া টাকা, আবাস যোজনার টাকা ফেরতকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য সংঘাত দীর্ঘদিনের। যদিও তৃণমূলের পক্ষ থেকে যারা ১০০ দিনের কাজ করে টাকা পাননি তাদের বকেয়া টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শুধু ১০০ দিনের কাজের টাকা নয় সম্প্রতি জনগণ সভার মঞ্চ থেকে আবাস যোজনার টাকা দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে। এর পাশাপাশি লোকসভা ভোটের প্রচারে বসিরহাটের সভা থেকে আবাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কেবলমাত্র কয়েকটি জায়গাতেই মিলবে আবাসের টাকা
ব্রেন সার্জারির পর কেমন আছেন সদগুরু?
এদিন তিনি বার্তা দেন, যে সকল পঞ্চায়েত থেকে বাংলার হাত শক্তিশালী করা হবে সেই পঞ্চায়েতের মানুষ আবাস যোজনার টাকা পাবেন। সেই পঞ্চায়েত থেকে বাড়ির জন্য আবেদন করে থাকলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির ব্যবস্থা করা হবে। অভিষেক বলেন, মোট ৩৪ লক্ষ মানুষ আবাস যোজনায় বাড়ির জন্য আবেদন করেছেন। আগে ৫১-৫২ লক্ষ ছিল। পরে ১৬ লক্ষ নাম বাদ গিয়েছে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড আরও জানান, কোনও বিজেপি নেতার কাছে আবেদন করতে হবে না। মুখ্যমন্ত্রী যদি ২৫০০০ কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারেন, তাহলে ৫০০০০ টাকা খরচ করে বাংলার মানুষদের বাড়িও দিতে পারবেন।