Sadhguru Health Update
ব্যুরো নিউজ, ২১ মার্চ: সদগুরু জগ্গি বাসুদেব এক জন আধ্য়াত্মিক ধর্মগুরু। তাঁর ভক্ত অনেকেই। অনেকেই তাঁর কথায় নয়া উদ্যোগ ও অনুপ্রেরণা পান। কিন্তু সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়েন। জানা যায়, তাঁর মাথা থেকে রক্ত বের হতে থাকে। এর পরেই তড়িঘড়ি তাকে দিল্লির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

বরফের কোলে প্রি ওয়েডিং ফটোশুট করতে গিয়ে মৃত্যুর মুখে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার!
Advertisement of Hill 2 Ocean
গ্রেফতারি এড়াতে আদালতে কাতর আর্জি অরবিন্দ কেজরীওয়ালের

জানা গিয়েছে, মাস খানেক ধরেই সদগুরু প্রচণ্ড মাথা ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। গত ১৪ মার্চ সদগুরু দিল্লিতে আসেন। সেখানে প্রচন্ড মাথা ব্যথার কারনে তাঁর এমআরআই করা হয়।  আর সেই রিপরতেই জানা যায় যে তাঁর মাথায় ক্রনিক রক্তক্ষরণ হচ্ছে। এরপরই অস্ত্রোপচারের বিষয়টি সামনে আসে। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে আগে থেকেই বহু অনুষ্ঠান প্রগ্রামে তাঁর যোগ দেওয়ার কথা থাকায় কোনও ভাবেই সদগুরু সেই মুহূর্তে ব্রেন সার্জারির জন্য রাজি হননি। এমনকি কড়া পেন কিলার খেয়েই তাঁর পূর্ব নির্ধারিত অনুস্থানে যোগ দেন তিনি। এরপর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তবে এখন ভালো আছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, খুব দ্রুত সুস্থ হয়ে উঠেছেন সদগুরু। এমনকি সদগুরুর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর