Triumph Scrambler 400 X

ব্যুরো নিউজ, ২৮ এপ্রিল : আপনি যদি একটি নতুন বাইক কেনার পরিকল্পনা করে থাকেন তবে এই খবরটি আপনার জন্য খুবই কার্যকর হতে চলেছে। ট্রায়াম্ফ বাইক আজ কালকার জেনারেশনের ছেলেদের অন্যতম পছন্দের বাইক। এই বাইকটির ইঞ্জিন খুবই ভালো এবং এটিতে রয়েছে একটি দুর্দান্ত বডিওয়ার্ক।আপনি যদি এটিকে আপনার বাড়িতে আনার কথা ভাবেন, তাহলে এর দাম, ইঞ্জিন এবং মাইলেজ সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নিন বিশদে।

অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে 3 মে লঞ্চ হতে চলেছে Bajaj Pulsar NS400

Triumph Scrambler 400 X মোটর বাইকের মাইলেজ কত?

Triumph Scrambler 400 X মডেলের হার্ডওয়্যার ডিজাইন

মোটরসাইকেলটিতে ইন্টিগ্রেটেড মাল্টি-ফাংশন এলসিডি স্ক্রিন সহ অ্যানালগ স্পিডোমিটার, ডে টাইম রানিং লাইট (ডিআরএল) সহ অল-এলইডি লাইটিং এবং রিয়ার লাইট সিগনেচার, সুইচযোগ্য ট্র্যাকশন কন্ট্রোল সহ রাইড বাই ওয়্যার থ্রটল এর মতো আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে।

Triumph Scrambler 400 X মডেলের ইঞ্জিন পাওয়ার, মাইলেজ ও দাম

এর ইঞ্জিন পাওয়ার হল 398.15 CC এবং এই মডেলের ইঞ্জিনের শক্তি 40 PS। এটি 37.5 Nm টর্ক জেনারেট করে। যদি আমরা এর মাইলেজের কথা বলি তবে এর মাইলেজ হল 28.3 কিমি/লিটার। এই মোটর সাইকেলের জন্য দাম রাখা হয়েছে যথাক্রমে 2.64 লক্ষ টাকা (এক্স-শোরুম)।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর